চেনা চেনা লাগে
চেনা চেনা লাগে
চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না।।
এলোমেলো পথে চলা,
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপ্ন ঝরা
আকুল করা বেদনা।।
তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা দেশে যেখানে এসে
আঁধারে মেশে জ্যোছনা।।
বাংলা ভাষায় গানের কথার সেরা সমগ্র
Shoto Asha (শত আশা) By Shunno Lyrics শিরোনাম: Shoto Asha (শত আশা) ব্যান্ডঃ শূন্য (Shunno) কথাঃ মনছুরুল আলম জামি অ্যালবামঃ শত আশা (Sho...
No comments